সকল দেশের সেরা এ দেশ
বাংলা আমার প্রাণ
ভোরবেলাতে চোখটা মেলে
শুনি পাখির গান।
নদীর বুকে বাজে আরও
কলকলানি সুর
সোনার রবি দেয় যে উঁকি
দূর পাহাড়ের চুড়।
বনআঁধারে ওই দেখা যায়
বুনো টিয়ার ঘর
ঝর্ণাধারা পাহাড় ঘেঁষে
পড়ছে যে ঝরঝর।
মাঠের বুকে সবুজ ফসল
নেই যেন তার শেষ
এমন এ দেশ আমার মতো
কার না লাগে বেশ !