বাংলা ভাষায় ফুটে আছে
ভালোবাসার ফুল,
এই ভাষাতেই উথলে উঠে
হৃদয় নদীর কুল।
বাংলা ভাষা মায়ের ভাষা
রক্ত-প্রাণে কেনা
এই ভাষাটা নয়তো কারও
অনুগ্রহের দেনা।
করতে রক্ষা বাংলা ভাষা
রক্ত অনেক ঝরে,
সালাম রফিক জব্বারেরা
জীবনটা দান করে।
মায়ের মুখের এই ভাষাটা
এনে দিলেন যারা
তাদের জন্য রইল দোআ
সুখে থাকুক তারা।