দর্শনা অফিস
দুপুর ঠিক সাড়ে বারোটা । সুর্য মাথা সোজা গনগন করছে। খুলনা ( অতি:রিক্ত) বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ , চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম,এন ডিসি অতিরিক্ত পুলিশ সুপার আবু রাশেল দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দামুড়হুদা এসিলেন্ড,দর্শনা থানার ওসি, মোঃ মাহবুবুর রহমান,ওসি তদন্ত শেখ মাহবুব , বিজিবি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ বিজিবির গোয়েন্দা সংস্থার সদস্য ও সাংবাদিকরা যখন সীমান্ত এলাকা পরিদর্শন করে দর্শনা আন্তর্জাতিক চেকপোষ্টে ফিরছেন, তখনই কেউ ঘাম মুছতে রুমাল কেউ আবার টিস্যু পেপার কেউবা গামছা তোয়ালে খোজ করছে ।কিন্তু কথায় বলে জৈষ্ঠের খরতাপ ,গরমে কারো নাইকো মাপ।
বড্ড কষ্ট করে কোন রকম চেকপোষ্ট পার হয়েই মৈত্রী কফি হাউজের পাশে পাসপোর্ট যাত্রীদের রেস্টরুম।রেস্ট রুমে ঢুকেই দখিনের জানালা খুলার সাথে সাথে দখিনা হাওয়ায় গাছের ছায়ায় প্রানটা যেন শীতল হয়ে গেল সকলের।কিছুক্ষণ পরেই কফি হাউজের ঠান্ডা আইসক্রিমণ শেষ মেষ জেলা প্রশাসকের অনুরোধ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গান কোন মিস্ত্রিরি নাও বানাইছে কেমন দেখা যায় — ঝিলমিল ঝিলমিল করেরে ময়ুর পংখী নাও ??গানটি গেয়ে শোনান বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ধীরু বাউল।শরীর মন যখন সকলেরই কিছুটা ভাল হয়ে উঠলো ,ঘাম শুকিয়ে গেল তখনি সবাই স্ব স্ব গন্তব্যে ফিরে গেলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রেজাউল করিম ও ইকরামুল হক পিপুল।