গাংনীর বাওট বাধগ্রস্থ শিশু বিদ্যালয়কে প্রজেক্টর (আলোক রশ্মী বিকিরণ যন্ত্র) উপহার প্রদান করে পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতি।
মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনওেয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার অফিস কক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রজেক্টর হস্তান্তর করেন। বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ের পরিচালক এনামুল হক প্রজেক্টর বুঝে নেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মুহাঃ মোশারফ হোসন, পরিচালক (কর্মসুচী) কামরুজ্জামান,উপ-পরিচালক কামরুল আলম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অনলাইন ক্লাশ ও অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন থেরাপী ও বেয়াম শেখানোর কাজে সহায়ক হবে এ প্রজেক্টর( আলোক রশ্মী বিকিরণ) যন্ত্রটি। বাওট বাধাগ্রস্থ শিশু বিদ্যালয়ে শিক্ষা ক্ষেত্রে নতুন একটি মাত্রা যোগ হলো বলে জানান সিআরসি পরিচালক এনামুল হক।