চুয়াডাঙ্গা ১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের আমন্ত্রণে চা চক্রে মিলিত হয়েছেন।
শনিবার সকাল ১০ টার দিকে জামজামি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চা চক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ইউনিয়নে নেতাকর্মীদের সাথে আলাপচারী করেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়াদ্দার জণগণের উদ্দেশ্যে বলেন,ফেব্রুয়ারী মাস ভাষার মাস। এই যে আমরা বাংলায় কথা বলছি, মায়ের ভাষা এইটা কিন্তু এমনি এমনি আসেনি। এর জন্য রক্ত দিতে হয়েছে ।
বাঙ্গালীর প্রতিটি অর্জন কিন্তু রক্তের বিনিময়ে হয়েছে। আপনারা যারা প্রবীন আছেন অনেকেই জানেন। অনেকেই জানেন না। সামনে ২১ ফেব্রুয়ারী। আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করি।
এর মধ্যেও কিছু ব্যাপার আছে। আমাদের দেশে কিছু ধর্ম ব্যবসায়ী আছে, তারা বলবে এটা পালন করা যাবেনা। যারা শহীদ হয়েছে আমরা তাদের শ্রদ্ধা জানাই। আমরা তো অন্যকিছু করিনা।
তিনি বলেন,আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করছি। ১৯৭১ সাল থেকে ২২ সাল পর্যন্ত এই ৫০ বছর পূর্তি উৎসব পালন করছি । আপনারা বলেন, এখানে যদি বিএনপি- জামায়াতের কেউ থেকে থাকেন আপনিও বুকে হাত দিয়ে বলেন,এই ৫০ বছরে আওয়ামী লীগ যে কয় বছর ক্ষমতায় এসেছে, শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, এই ৫০ বছরে আর কোন সরকার করেছে? কেউ করেনি। অনেকেই এমপি হয়েছে তারা এই অঞ্চলের জন্য কিছুই করেনি।
শেখ হাসিনা দেশের জন্য কি করেনি, বিধবা ভাতা বয়স্ক ভাতা,মা-বোনদের মাতৃকালীন ভাতা দিচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। কৃষকদের ভুর্তকী দিচ্ছে, মোবাইলে টাকা চলে আসছে। এইসব গুলো বিএনপি জামাত সহ্য করতে পারছে না। তাদের আর কোন ইস্যু নেই। এখন বলছে ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে। কেনো এদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন।
আজকে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে। দেশ যখন উন্নয়ন রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। দলের নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হতে হবে। সাধারন মানুষকে বোঝাতে হবে। শেখ হাসিনা যেসব উন্নয়ন করেছে, সেগুলো তুলে ধরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুছা, জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাহাব উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শাহাদত, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু মুছা, যুগ্ন আহবায়ক লাল্টু রহমান, খালেক, আসাদুজ্জামান, ডেভিড, দাউদ আলি, লসকরসহ জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।