মেটা সম্প্রতি একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল নিয়ে কাজ করার কথা জানিয়েছে। নতুন এই টুলটি হাতে আঁকা ড্রয়িং বা ডুডল সহজেই অ্যানিমেট করে দিতে পারবে। তারা জানিয়েছে, এই প্রজেক্টটি সম্পূর্ণ ওপেন-সোর্সড এবং ডেভেলপাররা চাইলে নতুন ফিচার এতে সংযুক্ত করতে পারবেন।
২০২১ সালে মেটা এনিমেটেড ড্রয়িং টুলের একটি ওয়েব ভার্সন উন্মুক্ত করে। ওই টুলে ব্যবহারকারীরা তাদের আঁকা ছবি আপলোড করে একটু এনিমেটেড ছবি পেতেন। কোম্পানিটি জানায়, এরপর প্রায় ৬ দশমিক ৭ মিলিয়ন ছবি এই ডেমোতে আপলোড করা হয়েছে। পরবর্তীতে রিভিউয়ারদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
নতুন এই টুলটি পোজ শনাক্তকরণ এবং ইমেজ প্রসেসিং সেগমেন্টেশনের ব্যবহার করতে পারে। একবার এনিমেট করা হলে প্রচলিত গ্রাফিক্স টেকনিকের ব্যবহারে সবকিছু অ্যানিমেট করতে পারে এটি। তবে এতদিন পর তারা প্রজেক্টটিকে ওপেন-সোর্সড করেছে। এনিমেশন টুলটি ব্যবহার করাও কঠিন কিছু নয়। আপনিও চাইলে ঘুরে আসতে পারেন।
সূত্র:ইত্তেফাক