২০২০-২০২১ অর্থবছরের জন্য জাতীয় সংসদে যে বাজেট পাস হয়েছে তা নিয়ে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বিএনপির সংসদ সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বুধবার বেলা ১১ টার পর জাতীয় সংসদের সামনে বিএনপির এমপিরা বাজেট পাসের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া গণমাধ্যমে জানাবেন।
৩০ জুন জাতীয় সংসদে পাস হয় ২০২০-২১ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর সংসদে উপস্থিত সবাই টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান।
আজ থেকে নতুন অর্থবছর শুরু। নতুন বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় তিন লাখ ৭৮ হাজার কোটি টাকা। ঘাটতি এক লাখ ৯০ হাজার কোটি টাকা। জিডিপি আকার ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। সুত্র-যুগান্তর