বলো তো ভাই এই বাজেটে
বাড়বে কিসের দাম?
চাল আটা আর তেল পেঁয়াজের
থাকবে বুঝি নাম?
লুঙ্গী শাড়ির দামটা এবার
বাড়বে বুঝি খুব
ওষুধগুলোও দেবে কি ভাই
বাজেট পাড়ায় ডুব?
বিদ্যুতের আর গ্যাসের দামও
বাড়ছে তো রোজ রোজ
শহরবাসীর দুর্ভোগের এই
রাখছে কে বা খোঁজ।
বাড়ছে কি দাম যাত্রাপথের
টিকেটগুলোর ভাই?
দেখতে মায়ের মুখটা তবে
ক্যামনে দেশে যাই?
এই বাজেটে কমবে শুধুই
বেঁচে থাকার দাম
নিম্ন আয়ের মানুষগুলোর
কে নেবে আর নাম?