ঘরের মেঝেয় কোমর পানি
বাড়ছে পানি ধাপে
পানির গতি তীব্র দেখে
পরাণ ভারি কাঁপে।
পানির তোড়ে কঠিন ভূমি
যায় ভেঙে যায় ধসে
পানির আঘাত পেয়ে দেয়াল
পড়ছে খসে খসে।
একটু পানি কমে আবার
হু হু করে বাড়ে
স্রোতের টানে ভাসিয়ে নিয়ে
অনেক জীবন কাড়ে।
উজানপানি মিশছে এসে
বর্ষাপানির সাথে
খাবার পানির অভাব তবু
চলছে দিনে-রাতে।
পানির কারণ বানভাসিরা
এখন চরম দুখে
থাকা-খাওয়ার কষ্টগুলো
বাঁধছে বাসা বুকে।