খালেদের বল নিচু হয়ে যাওয়ায় বল মিস করেছেন বাবর। এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করে বদলাতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু লাভ হয়নি। তৃতীয় টেস্ট খেলতে নামা খালেদের এটি প্রথম টেস্ট উইকেট।
২০০০ সালে বৃষ্টির কারণে প্রথম দিনের পর আর খেলাই হয়নি। পঞ্চম দিনে তাই একটি প্রস্তাব দেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে। নিজেরা প্রথম ইনিংসে সন্তোষজনক রান করে ইনিংস ঘোষণা করবেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে কোনো রান না করেই ইনিংস ঘোষণা করবে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও সে কাজ করবে।
ইংল্যান্ড তখন চতুর্থ ইনিংসে সে রান তাড়া করবে। সে ম্যাচে ফল আনার জন্য এতে রাজি হয়েছিলেন নাসের হুসেইন। তাঁর দল জয়ও পেয়েছিল। কিন্তু পরে জানা যায়, এই প্রস্তাবের পেছনে ক্রনিয়ের বাজিকরদের সঙ্গে যোগসাজশই ভূমিকা রেখেছিল। তাই এখন আর এমন ঝুঁকিতে যাবেন না কেউ।
অন্য উপায়টি হলো, টানা দুইদিনের বৃষ্টিতে ভেজা পিচে উইকেট বৃষতি। তাহলেই দুই দিনে ম্যাচের ফল পাওয়া সম্ভব।
টেস্টে এক দিনে সর্বোচ্চ ২৭ উইকেট পড়ার রেকর্ডও আছে। সেটা অবশ্য ১৩৯ বছর আগের খবর।
নিকট অতীতে ২০১৮ সালে বেঙ্গালুরু টেস্টে ভারত-আফগানিস্তান ম্যাচের দ্বিতীয় দিনে ২৪ উইকেট পড়েছিল। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সে বিখ্যাত ম্যাচের দ্বিতীয় দিনেও পড়েছিল ২৩ উইকেট। ২০০৩ সালে ঢাকা টেস্টের তৃতীয় দিনেও ১৮ উইকেট পড়ার রেকর্ড আছে।
শর্ট বল প্রত্যাশামতো উচ্চতায় না ওঠায় স্কয়ার দিয়ে চার খেয়েছিলেন ইবাদত। একটু পরই সেটা কাজে লাগল এই পেসারের। ওভারের শেষ বলে আবার শর্ট বল করার চেষ্টা করেছিলেন। কিন্তু নিচু হয়ে যাওয়ায় ব্যাটে ঠিকভাবে লাগেনি। বল আকাশে উঠে যাওয়ায় সহজ ক্যাচ নিয়েছেন লিটন দাস।
দিনের প্রথম রানের পর এল প্রথম চার। ইবাদতকে অফসাইডে ঠেলে দিয়ে বাবর এক রান নিয়েছেন। পরের বলেই বাউন্সার দেওয়ার চেষ্টা করে চার খেয়েছেন ইবাদত।
প্রথম তিন দিনে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ফলে ঢাকা টেস্টে ড্র ছাড়া অন্য কোনো ফলের কথা কল্পনা করা কঠিন।
তবে আজ বৃষ্টি আর বাধা না দিলে প্রথম সেশনে ১ ঘন্টা ৪০ মিনিট খেলা হবে। পরের দুই সেশনেও পূর্ণ ২ ঘন্টার খেলা হওয়ার কথা। আগামীকাল আধ ঘন্টা আগে খেলা শুরু করলেও ৯৮ ওভার যোগ করা সম্ভব। সেক্ষেত্রে ঢাকা টেস্টে ২৩০ ওভারের মতো খেলা সম্ভব।
মিরপুরের উইকেটে এর চেয়ে কমে টেস্ট ম্যাচের মীমাংসা হতে দেখা গেছে।
২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের ব্যাপ্তি ছিল ২১৪.৩ ওভার। আড়াই দিনের মধ্যেই দুই দল দুইবার অলআউট হয়েছিল।
২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্টটিও তিন দিনে শেষ হয়েছিল। অক্টোবরের সে ম্যাচে সব মিলিয়ে ২৪৩.১ ওভার হয়েছিল।
মাঠের অবস্থা পরীক্ষা করতে গেছেন আম্পায়াররা। আবহাওওয়ার যে অবস্থা, তাতে খেলা দ্রুত শুরু হওয়ার আশা করছেন সবাই।
ঢাকা টেস্ট বৃষ্টির কবলে ছিল প্রথম তিন দিন। প্রথম দিনে তবু ৫৭ ওভার খেলা হয়েছিল। গত দুইদিনে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। কাল তো টিম হোটেল ছেড়ে মাঠেই যাননি খেলোয়াড়রা।
তবে আজ সূর্যের দেখা মিলেছে। বৃষ্টিও থেমে গেছে। মাঠের ও উইকেটের কাভার সরিয়ে নেওয়া জয়েছে এরই মাঝে। আশা করা হচ্ছে সকাল সাড়ে ১০টার মধ্যেই খেলা শুরু হবে।