বাবা তুমি আসনা ফিরে, মোদের বাড়ি।
তুমি ছাড়া ভালো লাগেনা, আমাদের এই বাড়ি।
মা কাঁদে তোমার জন্য,সকাল বিকাল সাঁঝে।
বোন করে বায়না।
তুমি ছাড়া তার নাকি, বাড়িতে মন বসেনা।
বাবা আসনা ফিড়ে বাড়ি।
সবাই মিলে নাহয় নুন ভাত খেয়েই।
একসাথে সুঃখে থাকতে পারি।
পার্বণ আসিতেছে তড়ে,মোদের এই ছোট ঘরে।
রঙ বে রঙের পোশাকে,সাজবে সবাই গাঁয়েতে।
মা বলেছে দরকার নেই, তার নতুন শাড়ি।
আমার দরকার নেই পোশাক।
বোন বলেছে তুমি, আসলেই ফিরে বাড়ি।
আসবে মোদের ঘর রাঙিয়ে, নতুন পার্বণ মাখা উৎসব।