বাবা তুমি কেমন আছো মাটির ছোট্ট ঘরে,
তোমার কথা ভেবে আমার চোখে অশ্রু ঝরে।
আমার অবুঝ মনটা কাঁদে শুধুই তোমার তরে,
তোমার শূন্যতায় আমার হৃদয় হাহাকার করে।
তুমি কেনো চলে গেলে আমাকে পর করে,
এখন আমায় কে ডাকিবে খোকা নামটি ধরে।
তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি রোজ,
তবু তুমি একটি বারও আমায় নিলে না খোঁজ।
তোমায় ছাড়া কেমন করে একলা বেঁচে রবো,
তোমার মত আপনজনকে কোথায় খুঁজে পাবো।
বাবা তুমি ফিরে এসো অবুঝ শিশু তরে,
নয়তো তোমার অবুঝ শিশু কেঁদে কেঁদে মরে।
বাবা তুমি আমার সাথে আর করো না আড়ি,
মান-অভিমান সবই ভুলে ফিরে এসো বাড়ি।
তোমার চিন্তায় ঘুম আসে না দিবানিশি রাতে,
আমার অবুঝ মনটা চাই যে তোমায় কাছে পেতে।