আমরা সবাই মুক্তিযোদ্ধা, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন মন মালিন্য, গ্রুপিং, দলাদলি যেন সৃষ্টিনা হয়। সে বিষয়ে সবাইকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাংনী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।
গাংনী উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন এবং উপস্থিতিতে বামন্দীস্থ অনুপম চাইল্ড স্কুল চত্তরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন থানাকমান্ডার মোঃ মখলেছুর রহমান ফটিক।
বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোজ্জামেল হকের সভাপতিত্বে এ সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ যোগ্য ব্যাক্তিকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সচেতনভাবে ভোট প্রদান করতে হবে। তবে এ ভোট প্রদানের জন্য নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ তৈরী করা যাবে না। মুক্তিযোদ্ধাদের ঐক্য এবং সম্মান অক্ষুন্ন রাখতে হবে। কোন ভাবেই কোন রেশারেশি সৃষ্টি করা যাবে না। আপনারা সবাই সাবালক এবং সচেতন মানুষ। নিজেদের ভালো সর্ম্পকে আপনারা সজাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন। তার প্রতি আস্থা এবং সম্মান রেখে আপনারা প্রার্থী বাছাই করে নেবেন।
প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মখলেছুর রহমান বলেন, আমার জন্ম স্থান এই গাংনী উপজেলায় পৈত্রিক নিবাস কুমারীডাঙ্গা গ্রামে। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকায় থাকলেও গাংনীর সুখ দুঃখে আমি সাথে আছি। আপনারা বিভক্ত থাকবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা যাকে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তিনি গাংনীর উন্নয়নে কাজ করবেন।
কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তাহাজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ বাকি, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বেল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, বীর মুক্তিযোদ্ধা আঃ হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা নুরুলহুদা।