‘যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক’ পুরাতনকে পিছনে ফেলে বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ই এপ্রিল) সকালে বামন্দী ইউনিয়ন পরিষদের উদ্যােগে বাংলা নববর্ষ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় নববর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, বামন্দী ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সমস্ত সদস্যবৃন্দরা।
বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও উদযাপনের রীতি-নীতি নিয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল। তিনি তার বক্তব্য বলেন, বামন্দী ইউনিয়ন সহ সারাদেশের সকল বাংলা ভাষাভাষী মানুষকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি সাংস্কৃতির রয়েছে নিজস্ব ইতিহাস। পহেলা বৈশাখ বাঙালির গৌরব ও ঐতিহ্যের সাথে সাদৃশ্য। তাই এদিনের গুরুত্ব অনেক। পহেলা বৈশাখের মাধ্যমে সকল বাঙালির ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক।