১২তম ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪’-এর শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হলেন খালেদ হোসেন চৌধুরী। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মডেল খালেদ হোসেন চৌধুরীর হাতে শ্রেষ্ট মডেলের সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।
খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি কখনো পুরস্কারের আশায় কাজ করি না। ভালোবাসা আর ভালো লাগা থেকে কাজ করি। আর তাতেই আমার আজকের এই সম্মাননা। আমাকে পুরস্কৃত করার জন্য উপস্থিত বিচারক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ভালো কাজের মাধ্যমে নিজের সেরাটা দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে। উপস্থিত বিচারকমন্ডলী, সম্মানিত অতিথি ও বায়োস্কোপ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’
সূত্র: ইত্তেফাক