পাকিস্তানের নারী ক্রিকেট দলের হেড কোচ হতে যাচ্ছেন বারমুডার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড হেম্প।
এতদিন দলটির কোচের দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় কোচ ইকবাল ইমাম।
এবার ইমামের কাছে থেকে দায়িত্ব বুঝে নেবেন ৪৯ বছর বয়সী হেম্প।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের দৈনিক ডন।
গত বছরের অক্টোবরের আগে পাক প্রমীলাদের কোচ ছিলেন নিউজিল্যান্ডের মার্ক কোলস। দুই বছর এ দায়িত্ব পালন করে পদত্যাগ করেন কোলস।
এক বছর পর বারমুডার তারকা ক্রিকেটার ডেভিড হেম্পকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল পিসিবি।
ডেভিড হেম্প ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত নারী বিগব্যাশ লিগের মেলবোর্ন স্টারস এবং ভিক্টোরিয়ার হয়েও কাজ করেছেন। এ ছাড়া দীর্ঘদিন অস্ট্রেলিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন হেম্প।
বারমুডা জাতীয় দলের হয়ে ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২২ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছেন হেম্প। চার ফিফটি ও এক সেঞ্চুরিতে সব মিলিয়ে ৬৬১ রান করেছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে উল্লেখযোগ্য পারফরম্যান্স রয়েছে হেম্পের।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামারগন, ফ্রি স্টেট ও ওয়ারউইকশায়ারের হয়ে ২৭১টি প্রথম শ্রেণির ও ৩০৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন হেম্প।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ সেঞ্চুরি ও ৮৬ ফিফটিতে ১৫ হাজারের বেশি রান রয়েছে তার। সূত্র- যুগান্তর