বাড়ির পাশে ফার্নিচারের কারখানাতে খড়ি কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃট হয়ে নিথর হলেন রশিদা খাতুন (৫৫)।
নিহত রশিদা খাতুন মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের জামে মসজিদের মোয়াজ্জিন আলী মোহাম্মদ এর স্ত্রী।
আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, ওই নারী ভোররাতের দিকে বাড়ির পাশে মামুনের ফার্নিচারের কারখানার ভিতরে খড়ি কুড়াতে যান। কাঠের ডিজাইন কাটা মেসিনের পাশের খড়ি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভোরবেলায় মুসুল্লিরা নামাজ পড়ে আসার পথে রশিদা খাতুন এর মরদেহটি দেখতে পান। পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার কর হয়।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।