মেহেরপুরের বারাদীতে জামায়াতে ইসলামী বাংলাদেশ বারাদি ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বারাদী বাজারের নাজিম প্লাজার দ্বিতীয় তলায় জামায়াতে ইসলামী বাংলাদেশে’র বারাদী ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন হয়।
বারাদি ইউনিয়ন আমির মাওলানা আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা তাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক রফিক উল আলম, জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, বারাদী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে অফিস উদ্বোধন করেন জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বারাদী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মজিবার রহমান।