চুয়াডাঙ্গা জীবননগরে বাল্য বিবাহ ও নারী নির্যাত বন্ধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টার সময় জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সকল ইমাম, কাজীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবুল কালাম আযাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (তদন্ত) ফৈরদৌস ওয়াহিদ, চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, সহ-সভাপতি অ্যাড. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সনি, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মো: আব্দুল লতিফ অমল, লোকমোর্চার সদস্য সাংবাদিক মিঠুন মাহমুদ, জেলা লোকমোর্চার সমন্বকারী সজল, কানিজ সুলতানা, ওয়েভ ফাউন্ডেশনের আশরাফুজ্জামান, লিটন সহ লোকমোর্চার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ দিলে কোন ইমাম, কাজী এমন কি বরের পরিবার এবং কনের পরিবারের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেয়েকে বোঝা না ভেবে তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি কাজীদের বলেন, কিছু টাকার লোভে নাবালিকা মেয়েকে বিয়ে না পড়িয়ে মেয়ের পরিবারকে বোঝাতে হবে। এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদের অবহতি করতে হবে। তাদেরকে সচেতন করে তুলতে হবে।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ।
মেপ্র/আরপি