দর্শনায় ট্রেনে কাটা পড়ে ইয়ামিন (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্য হয়েছে।জানা গেছে আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইল এক্্রপ্রেস লোকাল সৈয়দপুর যাওয়ার পথে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং নিকট ট্রেনটি পৌছালে হাফেজ পড়িয়া মাদ্রাসা ছাত্র ইয়ামিন বাই সাইকেল নিয়ে রেলক্রসিং পার হতে গিয়ে আচমকা ট্রেনটি চলে আসলে ইয়ামিনের দুই পা শরীর থেকে বিছন্ন হয়ে যায় ঘটনাস্হলে তার মর্মান্তিক মৃত্য হয়। ইয়ামিন বড় দুধপাতিলা গ্রামের আশরাফের ছেলে। বর্তমানে লাশটি দর্শনা জি আর পি পুলিশের হেবাজতে আছে।এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।