ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডুতে বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে ২জন মৃত্যুবরণ করেছে। গত বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে হরিণাকুণ্ডুতে বাঁশের ঝাড়ের আঘাতে নিজ বসত বাড়ির বৈদ্যুতিক মিটারের সংযোগ বিছিন্ন হলে সেটা মেরামতের সময় বৈদ্যুতিক তারের স্পর্শে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
পরে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি এখানে আশার আগেই মুত্যু বরণ করেছে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আজমত মন্ডলের ছেলে।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিদ্যুৎপৃষ্টে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে। চার সন্তানের জনক আব্দুর রাজ্জাকের অকাল মুত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তর নারায়নপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন (২৫) নামে যুবক ক্ষেতে কাজ করতে বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরণ করেছে।
বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ের কারণে বিদ্যুতের খুটি থেকে তার ছিড়ে মাঠে পড়ে থাকায় এদুর্ঘটনা ঘটে। তাকে গুরতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এলাকাবাসী বলেন, এই দায়ভার মূলত বিদ্যুৎ বিভাগের, তারা বিদ্যুৎ লাইনের তার চেক না করে কেন বিদ্যুৎ দিলো। স্থানীয়রা এও জানান, বিদ্যুৎ বিভাগের লোকজনরে বললে তারা বলে আগে টাকা তুলে দেন, তারপর তার ঠিক করবো, তার আগে নয়।
এব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদুৎতের জি এম মোঃ ইছাহাক আলী বলেন, আমি মোবাইলে কোন সাক্ষাৎকার দিইনা আপনি অফিসে আসেন, বলে ফোন রেখে দেন।