মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, সরকার অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। এদেশে পয়সার অভাবে বিনা চিকিৎসায় কোনো অসহায় মানুষ মরবেনা।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩১ জন ভুক্তভোগী রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজ বুধবার (১৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, আওয়ামীলীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু, আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইচসহ সরকারী বিভন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৩১ জন রোগীকে সমাজসেবা অধিদপ্তর এর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সাড়ে ১৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।