বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাইস্কুল, সরকারি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, সাগরদিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে।
সাম্প্রতিক সময়ে বিরিশিরিতে সিনেমার শুটিংয়ের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সেখানে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিরীন শিলা অভিনীত চন্দন চৌধুরী পরিচালিত ‘গিরগিটি’ সিনেমার শুটিং।
এ প্রসঙ্গে শিরীন শিলা বলেন, সিনেমার দুটি গানের শুটিং দিয়েই মূলত এ সিনেমার সঙ্গে আমার কাজ করা শুরু হলো। আগামী ভালোবাসা দিবস পর্যন্ত আমাকে বিরিশিরিতেই গানের শুটিংয়ে থাকতে হবে। এরপর ঢাকায় ফিরে সিনেমার অন্যান্য কাজ শুরু হবে। চন্দন দাদার নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবকিছু মিলিয়ে ভালো একটি সিনেমা হবে।
গত বছরের শেষটায় শুভ সংবাদ দিয়ে শিরীন শিলার বছর শেষ হয়। তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন। সেই খুশির রেশ ধরেই নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হয় মমতাজুর রহমান আকবরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’র কাজ। ওয়েব সিরিজটির কাজের পরপরই তিনি শেষ করেন একই পরিচালকের সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’। দুটোতেই তার সহশিল্পী হিসেবে আছেন ডিপজল।
শিলা জানান, জিম্মির জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে। কারণ এটি একটি অ্যাকশননির্ভর ওয়েব সিরিজ। আবার শিগগিরই শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন রশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’সিনেমার কাজ। এদিকে সম্প্রতি সেন্সর পেয়েছে তার অভিনীত ‘নদীর জলে শাপলা’নামের একটি সিনেমা।