সরকার বিরোধী গোপন বৈঠক চলাকালিন সময়ে গাংনী থানা পুলিশের অভিযানে আটক ৩০ জন জামায়াত নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ রোববার (১৩ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাশকতা মুলক অপরাধ কার্যক্রমের অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি ধারায় অপরাধ। গাংনী থানার মামলা নং ১১ তারিখ ১৩/০২/২০২২ ইং।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৯ টার দিকে ভাটপাড়া গ্রামের চৌধুরীপাড়া জামে মসজিদে অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারীসহ ৩০ নেতাকর্মীকে আটক করেন গাংনী থানা পুলিশ। এসময় লিফলেট, চাঁদা উত্তোলনের খাতা ও জিহাদী বই জব্দ হয়েছে দাবী করে পুলিশ।