বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, পিএসজিসহ ইউরোপের ক্লাবগুলোর তুমুল জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। এসব ক্লাবের সমর্থকগোষ্ঠীও তৈরি হয়েছে দেশে। চেলসির বাংলাদেশি সাপোর্টার্স ক্লাবও সেভাবেই গড়ে ওঠা। ২০১২ সালে এই সমর্থক দলটিকে স্বীকৃতিও দেয় চেলসি ক্লাব।
এবার এই সমর্থক দল পেয়েছে নতুন একটা স্বীকৃতি। ১ হাজার নিবন্ধিত সদস্যের মাইলফলক পেরোনোর পর ‘চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব’—কে ‘গোল্ড টায়ার’ সনদ দিয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।
বিশ্বজুড়ে চেলসির সমর্থক দল রয়েছে পাঁচশ’রও বেশি। তবে এর মধ্যে মাত্র ১৪টি সমর্থক দল এই গোল্ড টায়ার মর্যাদা অর্জন করতে পেরেছে। যে তালিকায় নাম রয়েছে ‘চেলসি বাংলাদেশ সাপোর্টার্স ক্লাব’-এর।
চেলসির ছাড়াও বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো ইউরোপের বড় ক্লাবগুলোর স্বীকৃত সমর্থকগোষ্ঠী আছে বাংলাদেশে।