অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই বড় দুঃসংবাদ পেল ভারতীয় দল। ইনজুরিতে পড়েছেন দেশটির পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর খেলা হচ্ছে না তার।
এনিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনবধি কোনো বিবৃতি দেয়নি।
তবে বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমে বলেন, বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। তার পিঠের অবস্থা ভালো নয়। পিঠে চোটটা গুরুতর। তার সুস্থ হতে ৬ মাস সময় লাগবে।
অর্থাৎ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ।
পিঠের চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি বুমরাহ। প্রায় দুমাস বিশ্রামের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে ফেরেন। তিন্তু তার পেসে আগের মতো ঝাঁঝ দেখা যায়নি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানিয়েছিলেন, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের।
এ অবস্থায় নতুন খবর- পিঠের চোট আরও মারাত্মক আকার ধারণ করেছে বুমরাহ।