৩৬ বছরের অপেক্ষা শেষ করে বিশ্বকাপের মুকুট মাথায় তুলেছে আর্জেন্টিনা। উৎসবের আবহে এখন রঙিন আলবিসেলেস্তারা। মুদ্রার ঠিক উল্টোপিঠে ব্রাজিলের হতাশা বেড়ে বিশ্বকাপের সঙ্গে দূরত্ব এখন ২০ বছরে এসে পৌঁছেছে। চিরপ্রতিদ্বন্দ্বীরা যে আসরে শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা, সে আসরেই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ ব্রাজিল।
আর্জেন্টিনাকে যেমন পথ দেখিয়ে শিরোপার ঠিকানা পাইয়ে দিয়েছেন মেসি, অন্যদিকে প্রাণপণ চেষ্টা করেও ব্রাজিলকে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি নেইমার। নিজে ছিটকে গেছেন, রয়েছে হতাশা। তবে বন্ধুর বিশ্বজয়ের আনন্দ যেন ঠিকই ছুঁয়ে গেলো সেলেসাও প্রাণভোমরা নেইমারকে।
মেসি-নেইমারের বন্ধুত্বের শুরু সেইও বার্সেলোনায় থাকার সময় থেকেই, জাতীয় দলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই মহাতারকার বন্ধুত্ব যেন অন্যদের যেন উদাহরণ। এবার সেই বন্ধুর বিশ্বকাপ জয়ের ছবি টুইট করেই বন্ধুর প্রতি ভালোবাসাটাও জানিয়ে দিলেন নেইমার।
বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি বন্দনায় মেতেছে সারা বিশ্ব। মেসির বিশ্বকাপ ছুঁয়ে দেখার ফ্রেমবন্দি ছবি টুইট করে সেই বন্দনায় সামিল হয়েছেন নেইমারও। সেই টুইটে মেসির প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। বলেছেন, তোমার হাতে এই ট্রফিটা উঠুক… সেটি বন্ধু হয়ে আমিও চেয়েছিলাম।