মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম ‘অনার অব কিংস’ চীনের বাজারে বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছে। দেশটির সবচেয়ে লাভজনক গেম এটি। এবার বিশ্ববাজারে গেমটি মুক্তি দেয়ার ঘোষণা করেছে গেম নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক ব্যবহারকারীরদের জন্য উন্মুক্ত হবে অনার অব কিংস।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার জানিয়েছে, ২০১৫ সালে উন্মোচনের পর থেকে গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনের বাজার থেকেই গেমটি হাজার কোটি ডলার আয় করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাজারে কঠোর প্রতিযোগিতার মুখে পড়েছে টেনসেন্ট। এছাড়া, দেশটির সরকার একের পর এক কঠোর নীতিমালা আরোপ করার কারণে চাপ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সফল ও লাভজনক মোবাইল গেমটি মুক্তি দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে টেনসেন্ট। বর্তমানে ‘অনার অফ কিংস’-এর গেমারদের ৯৫ শতাংশই চীনের নাগরিক। গত এপ্রিলে মোট আয়ের হিসেবে বিশ্বের শীর্ষ গেম ছিলো এটি। এক মাসেই এর পেছনে গেমাররা ২৭ কোটি ৪০ লাখ ডলার খরচ করেছেন; যা আগের বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক দুই শতাংশ বেশি।
চীনের নিয়ন্ত্রক সংস্থা গত বছরের জুন থেকে টেনসেন্টকে কোনো নতুন গেমের লাইসেন্স দেয়নি। মঙ্গলবার নতুন ৬০টি গেমকে লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তার কোনোটিই টেনসেন্টর গেম নয়। তার পরপরই বুধবার ‘অনার অব কিংস’ বিশ্ববাজারে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে টেনসেন্ট।
টেনসেন্টের সিঙ্গাপুরভিত্তিক ব্র্যান্ড লেভেল ইনফিনাইটের ব্যানারে আন্তর্জাতিক সংস্করণটি মুক্তি পাবে। মূলত চীনের বাইরে গেম মুক্তি দেয়ার জন্যই নতুন এই ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে টেনসেন্ট।