অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনো স্থিতিশীল নয়। ওঠানামা করছে। কোনো দিন দাম ২০ ডলার কমে, পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম কমে স্থিতিশীল হবে, তখন সরকারও সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। গত ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পত্রপত্রিকায় অর্থ পাচারকারী হিসেবে কিছু নাম এসেছে, যাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।গত দুই বছরে অর্থ পাচার বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অগ্রগতি কী এবং কতজন শাস্তি পেয়েছে, সে তথ্য তুলে ধরা হবে।