‘আজ এবং প্রতিদিন, আপনার খাবারে ডিম রাখুন’ এই শ্লোগানে বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস ও পোল্ট্রি এসোসিয়েশন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডঃ সাইদুর রহমান এর নেতৃত্বে প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে
র্যালী পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। ভেটেনারি সার্জন সৈয়দ ছাকিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ এর উপ-পরিচালক (শস্য) এ কে এম কামরুজ্জামান, জেলা সঞ্চয় কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, জেলা পোল্টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ জেলার সকল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।