মেহেরপুর শহর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আসাদুজ্জামান টুনুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিল এর মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সহকারী অফিসার ইয়ানুর রহমান ও সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল কাশেম, পৌর সভার পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন সহ সাবেক পৌর মেয়র মুতাছির বিল্লাহ মতু মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিতসহ পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপজেলা সহকারী অফিসার ইয়ানুর রহমান সালাম গ্রহণ করেন ও মেহেরপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর থানার প্রতিষ্টাতা কমান্ডর নাজিমউদ্দীন, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক কমান্ডার কাউছার আলী, আব্দুল জলিল প্রমুখ
উল্লেখ্য, রবিবার সকালে মেহেরপুর শহরের মল্লিক পাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।