মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০জন কর্মহীন মানুষের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রয়োজন যেখানে, ত্রাণ পৌঁছে যাবে সেখানে” মেহেরপুর জেলা প্রশাসনের এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় দরিদ্র দিনমজুর মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে এ সময় প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয় এবং এটি চলমান থাকবে বলে জানায়।এ সময় উপস্থিত ছিলেন
মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক রহমতুল্লা এবং বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জামাল, ইউপি সচিব সানোয়ার ।