এখন বর্ষা মৌসুমে করি
সকলে বৃক্ষরোপণ,
বৃক্ষ মোদের এই সমাজের
অতি আপন,
সবুজ পাতায় ভরা বৃক্ষ
মিস্টি তাদের ফল
ফলে থাকে প্রচুর ভিটামিন
দেহে আনে বল।
বৃক্ষ থেকে কাঠ দিয়ে বানায়
নানা আসবাবপত্র,
ঘরবাড়ি তৈরি ও সাজাতে
মোদের লাগে যে সর্বত্র।
আরও অনেক কাজে লাগে
শেষ হবে না বলা,
দৈনন্দিন রান্না করতে
লাগে যে খড়ি চলা।
আমাদের এই জীবন বাচাতে
বৃক্ষের নাই যে জুড়ি,
বিনামূল্যে আল্লাহর রহমত
অক্সিজেন গ্রহণ করি।
চারিদিকে গাছগাছালি
সবি যেন চিরসবুজ
গাছ না লাগিয়ে কাটে শুধু যে
সে বড় অবুঝ।
সবুজ গাছের শিকড় বাকল
আরো গাছের পাতা,
কতো রোগের ঔষধ যে গাছ,
গুনি বলে সে কথা।
সবাই মিলেমিশে গাছ লাগিয়ে
বাচায় পরিবেশ।
গড়ে তুলে তোমার আমার
সবুজ বাংলাদেশ।