বর্ষাকালে অঝোর ধারায়
বৃষ্টি যখন ঝরে,
টাপুরটুপুর বৃষ্টির ধ্বনি
হৃদয় হরণ করে।
বৃষ্টি দেহে আনে স্বস্তি
উষ্ণতা করে দূর,
মুষলধারার বৃষ্টির জলে
ভিজতে লাগে মধুর।
বৃষ্টির জলে ভরা নদী
ইশারায় যে ডাকে,
মাছের ঝাঁকের খেলা দেখতে
বসে তারই বাঁকে।
সাদা-হলদে কদম ফুলে
সদা ছড়ায় শোভা,
বৃষ্টির ফাঁকে দেয় যে উঁকি
দিবাকরের প্রভা।
জুঁই কামিনী কেয়া ফুলে
সুবাস ছড়ায় বনে,
রিমঝিম বৃষ্টি দেখতে মজা
বসে ঘরের কোণে।