নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের টার্গেট করেই সব পরিকল্পনা এঁটেছিল আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু বৃষ্টিতে তাদের সেই স্বপ্ন ভেস্তে যায়। বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-আফগান ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-আফগানিস্তান। বৃষ্টির কারণে
নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারায়। আজ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় তারা। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ থেকে শীর্ষে নিউজিল্যান্ড।
অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায়। আজ ছিল সুপার টুয়েলভে আফগানদের দ্বিতীয় ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে সেমির পথে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহাম্মদ নবি-রশিদ খানদের।
কিন্তু বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পড়ে আছে আফগানরা। তাদের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল।