সকাল-সন্ধ্যা হচ্ছে বৃষ্টি
আকাশ মেঘে ঢাকা
ঘরের বাহির হয়না কেহ
রাস্তা-ঘাট ফাকা।
টপ টপা টপ বৃষ্টি পড়ে
নাচে গাছের পাতা
দুরে হতে কে যে আসে
মাথায় দেখি ছাতা।
শাপলা শালুক বৃষ্টির ছোয়ায়
হসে বেড়ায় জলে
ডালে ডালে কদম হাসে
বৃষ্টি ছুবে বলে।
পুকুর জলে বৃষ্টির ফোটা
নচে নেচে পড়ে
স্বচ্ছ-জলে তাড়া খেয়ে
উঠে নড়ে চড়ে।