বর্ষা এসে গেছে –
তুমি আসোনি মণিরাজ
দু’চোখে বৃষ্টি নিয়ে কবিতায় তোমায় খুঁজি।
সম্মোহনে বুঁদ হয়ে থাকি সমস্ত সত্ত্বায়
জল রঙে এঁকেছি তোমায়,
মুদ্রন অক্ষরে সাজিয়েছি তোমায়,
নাহ্ মন ভরছেনা কিছুতেই
বারবার একঝাক মেঘ এসে ঢেকে দিচ্ছে
ওই মেঘ বৃষ্টি মণিরাজের প্রেমের খবর দিচ্ছে।