বৃষ্টিস্নাত নরম ভোরে
মনে পড়ছে তোমার সুরের পরশ!
যে সুরে বলেছিলে;”নন্দিনী আমি
তোমার হেমন্তবিলাস হতে চাই”।
গ্রীষ্মের তপ্তরোদ্র হয়ে দুচোখের
আগুন ঝরিয়েছিলাম তোমার কুসুম অন্তরীক্ষে।
তবুও আহ! শব্দটি স্বশব্দে বলনি।
সয়েছো দিনের পর দিন
শত বিনিদ্র রাত
আমার শত শত অপমান আর কটুকাব্য!
সেই তুমিই ভালোবাসার চিঠি লিখেছো মেসেঞ্জারে।
যে চিঠিতে ছিলো আমার স্বপ্নঘোর।
যে চিঠিতে ছিলো তোমার শাদা ভালোবাসা।
যে চিঠিতে ছিলো তোমার
স্বপ্নে ঝিয়ানো ৩০বছরের নন্দিনী।
যে চিঠিতে ছিলো তোমার অসময়ে অবুঝ আবেগ!
আর সেই চিঠি নিয়ে আমি করেছি উপহাস!
আজ সেই আমি তোমার নন্দিনী।
আজ এই নরম ভোরে মনে পড়ছে তোমার ভেজা অধরের উঞ্চ চুম্বন!