গোধুলী ঘরে আসার আগেই
টিনের চালে বৃষ্টির নৃত্য
ছমছম ঝমঝম
সেই সাথে বেজে উঠে
আমার পায়ের নূপুর ঝুমঝুম
এঘর থেকে ওঘর ।
হাঁসগুলো স্নান সেরে
শুরু করলো প্যাকপ্যাক
বর্ষার জল গায়ে পড়তেই
খোয়ারে গিয়ে হলো নিঃচুপ
আর আমি ভেজা চুলে
জানালার পাশের চেয়ারটায় বসলাম।
হাত বাড়ালেই বৃষ্টির স্পর্শ
একবিন্দু পরেই সবুজাভ
অবারিত কচিধানক্ষেতের মাঠ
বৃষ্টির ফোঁটায় আলিঙ্গন করছে সারা মাঠ
আর আমি সব ভুলে মজে গেছি বৃষ্টি সন্ধ্যায়।