বেগমপুরের যদুপুর-পারঘাটায় পুলিশের উপস্থিতিতে জমিজমা মাফযোগের সময় রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৬ জন আহত হয়েছে। আহতদেরকে উর্দ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর-পারঘাটা গ্রামের হযরত আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী (বর্তমানে কুষ্টিয়ায় বসবাসরত) ও আজিজ খন্দকারের ছেলে আব্দুস সামাদের মধ্যে জমিজমার মাপযোগ নিয়ে এক বছর ধরে বিরোধ চলে আসছিলো।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আসলাম পারভেজের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি মাপযোগ করা হয়। মাপযোগে শেষে আমিন খাতাকলে হিসাব নিকাশের করছিলেন। এসময় আব্দুস সামাদ (৬৫) তার দু’ছেলে রকিব (২৭) ও আকিব (২৫) কোন কিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী (৭০) ও তার দু’ছেলে আব্বাচ আলী (৪৫), রফিকুল ইসলামকে (৩৫) পিটিয়ে রক্তাক্ত জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুক্ষণের মধ্যে বেগমপুর ক্যাম্প থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাটিচার্জ করে। এতে আব্দুস সামাদ ও তার দু’ছেলে রকিব এবং আকিব আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র নেয়া হয়। এঘটনায় পুলিশ আব্দুস সামাদ ও আব্বাচকে গ্রেফতার করেছে। বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আসলাম পারভেজ বলেন, পুলিশের উপস্থিতিতেই মারামারি মেনে নেয়া যায় না। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করেছে।