চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুরে বিরোধপূর্ণ খাস জমির বাঁশ কাটার অভিযোগ উঠেছে কিনা গঙের বিরুদ্ধে। এ ঘটনায় দর্শনা থানা পুলিশে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের রাস্তার পার্শ্বের ৩.৫৪ একর জমি চুয়াডাঙ্গা জেলা পরিষদ হতে লীজ নেয় ফুরশেদপুর গ্রামের মৃত খোদা বক্সর ছেলে রবিউল ইসলাম।
এ জমি দখল পেতে একই গ্রামের মৃত মস্তবারীর ছেলে রেহাউল হক কিনা (৫৬), মাহাতাব (৪৫), নবী (৫০), আলীহীম (৩৮), রেজাউল হক কিনার ছেলে আলমঙ্গীর (৩৫), তাহাজ্জেলের ছেলে খোরশেদ (৩৩) মরিয়া হয়ে ওঠে।
এরই একপর্যায় অভিযুক্তরা চুয়াডাঙ্গা বিজ্ঞঃ আদালত ও সহকারী কমিশনার (ভুমি) বরাবর কর্তৃক একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত ও সহকারী কমিশনার (ভুমি) কর্তৃপক্ষ উক্ত মামলার রায় রবিউল ইসলামের পক্ষে প্রদান করেন এবং উক্ত জমির উপর স্থিতিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন।
কিন্তু বিবাদীগণ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উক্ত জমিতে থাকা ১৩/১৪টি বাঁশ কেটে নিয়ে যায়।
এসময় বাঁশ কাটার প্রতিবাদ করলে জমিলীজ প্রদানকারীর ছেলে বকুল হোসেনকে মারধরের উদ্দ্যেশে ছুটে আসা সহ বিভিন্ন প্রকার হুমকী ধামকী দেয়। এঘটনায় বকুল হোসেন দর্শনা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।