বেলা শেষে বুকের বা’পাঁজরে ঠিকই
নিদারুণ একটা ব্যথা অনুভব করি,
ভুলে যাওয়ার হাজার গান গাওয়ার পরও-
আনমনে, ক্ষণে ক্ষণে, তাকেই ভেবে মরি!
ভুলে যাওয়ার নিখুঁত অভিনয়টা সে করতে পারলেও-
এই আমি অভিনয়ে হতে পারিনি পাঁকা,
স্মৃতিভরা সেই মধুর দিনগুলো স্মরণ করে-
করেই নীরব-যন্ত্রণায় আজ বেঁচে থাকা।
এ যন্ত্রণার বহ্নিশিখায় জ্বলে পুড়ে,
পরে থাকি স্মৃতির রঙিন খাতা খুলে,
স্বপ্নগুলো আজ দিবস-রাত্রিজুড়ে
বাঁদুর ঝোলার মতোই রয়েছে ঝুলে।