বৈদ্যুতিক শর্ট সার্কিটে সকল স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল গরীব অটো চালক সহিরুদ্দিনের। সহিরুদ্দিন মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা ভিটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আঃ গফুরের ছেলে। সারাদিন ভাড়া মেরে রাতে এসে বাড়িতে গাড়িতে চার্জ দিয়ে ঘুমোতে যায় অটোচালক সহিরুদ্দিন। প্রতিদিনের মতো সেদিনও নিশ্চিন্ত মনে ঘুমে যায় সে।
হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে পোড়ার গন্ধ তার নাকে লাগে। ঘরের বাইরে আসতেই দেখে তার সোনার স্বপ্ন পুড়ে শেষ। ঋন নিয়ে ক্রয় করা গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে। তার চিৎকারে প্রতিবেশিদেরও ঘুম ভেঙ্গে বাইরে বের হয়ে দেখে গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে।
সহিরুদ্দিন জানান, গাড়িটি কেনার জন্য কিছুদিন আগে কয়েক লক্ষ টাকা একটি এনজিও থেকে ঋন গ্রহন করি এবং যেখান থেকে ক্রয় করা হয় সেখানেও কিস্তির মাধ্যমে গাড়িটি ক্রয় করা হয়। গাড়িটি হারিয়ে সহিরুদ্দিনের পরিবার এখন পথে বসে গেছে বলে জানান তার প্রতিবেশিরা। একমাত্র আয়ের উৎস হারিয়ে সহিরুদ্দিনের পরিবারে ৪জন সদস্য এখন অনাহারের আশংকা করছে।