বৈশাখি টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজলের পিতা একতার আলী (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন)
আজ মঙ্গলবার (৯ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার, কিডনীসহ নানা ধরণের জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, তিন ছেলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে সাংবাদিক রাসেদুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার সময় মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক হামিদুর রহমান কাজলের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলার গণমাধ্যম কর্মিরা।