বিএনপির নেতাকর্মীকে সুসংগঠিত করে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি দল গোছাবেন না, ধানের শীষ কি এমনি এমনি হবে। আওয়ামীলীগ ওত পেতে বসে আছে আর জামায়াত দোয়া মন্ত্র যা দরকার বিএনপির মধ্যে ঢোকাচ্ছে সবাধান হতে হবে। আগে দল গোছাতে হবে। পাঁচ তারিখের বিএনপি আর পাঁচ তারিখের আগের বিএনপি আলাদা। পাঁচ তারিখের আগের বিএনপির কিছুটা স্থিতিশীল ছিল। আপনি চাঁদাবাজি অন্যায় অত্যাচার করলে কিছুটা মাপ পেতেন।
পাঁচ তারিখের পরে রক্তক্ষরণের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছে আপনি ছাত্র-জনতার রক্তক্ষরণের এদেশ ব্যবহার করবেন, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, ড্রোন ক্যামেরায় ধরা পড়েছেন। যাচাই-বাছাই করা হয়েছে, আমরা পাঁচ তারিখের পরে পরীক্ষায় পাশ করেছি। সেই কারণে আজকে আমাদের দল গোছানোর দায়িত্ব দিয়েছে।
গতকাল শুক্রবার বিকালে মুজিবনগর রেস্ট হাউসে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে, মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দারিয়াপুর ইউনিয়ন বিএনপি কে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কর্মী সভায় এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
নবগঠিত আহবায়ক কমিটির কর্মী সভায় মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির শহিদুল ইসলাম বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত সভাপতি) শামসুজ্জোহা।
বক্তব্য রাখেন, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নাহিদ, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাদী মাষ্টার, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হাফিজুল ইসলাম মাস্টার, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রায়হানুল কবির, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুর সবুর, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ সময় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।