যেথায় সবার জন্ম হলো
মানুষ হবার তরে ;
সেথায় এখন হাল ছেড়েছে
ভুল লালসা ধরে ।
ব্যবধানে পৃথক হলো
একই মানবজাতি ;
যুগ-জনমের অহংকারে
শুধুই মাতামাতি ।
ধনের লোভে মিথ্যা ক্ষোভে
সবাই সবার কাজে ;
সাদা-কালোর ব্যবধানে
সবাই সতত সাজে ।
মানুষ সবাই মানুষ হবে
এই-তো জীবন ভালো ;
মানুষের এই বিবাদ মিটুক
থাকুক সদা আলো ।