হৃদয় জুড়ে অনেক আশা
স্বপ্ন দুচোখ ভরা,
লক্ষ্য পানে ছুটে চলি
না হই দিশেহারা।
চলতে গেলে আসবে বাঁধা
জ্বলতে হবে সদা,
ধুকতে হবে জটিল কুটিল
মাখতে হবে কাদা।
শুনতে হবে খারাপ কথা
সইতে হবে ব্যথা,
রাখতে হবে সাহস মনে
হৃদয় আছে যে তা।
সফলতা আসবে জানি
থাকলে অটল পথে,
শক্তি নিয়ে প্রাণের মাঝে
জাগব চেতন হতে।