তুমি মহান তুমি শ্রেষ্ঠ
তুমি মানবতার ফেরিওয়ালা,
হৃদয়ে ধারণ করেছ সততা
তুমি সততার ফেরিওয়ালা।
তুমি বলো প্রতিবাদী কথা
লাইভে এসে পাঠাও বার্তা,
সত্য তুলে ধর তুমি
বলিষ্ঠ কন্ঠে বলো কথা।
তুমি হলে নজরুলের অগ্নিবাণী কবিতা
বলো বীর বলো উন্নত মম শির
করনো তুমি মৃত্যুর ভয়
মৃত্যু একদিন হয়।
তোমার মধ্যে পেয়েছি আমি
আমার কাল্পনিক বাণী
মৃত্যু একদিন এই হয়
সত্য যে-ই তুলে সেই শ্রেষ্ঠ হয়।
তুমি ফেইবুকে লাইভের গুরু
সত্য পথের যাত্রী যারা,
তারা-ও লাইভ করেছে শুরু
তোমাকে অনুসরণ করছে তারা।
তুমি দেখিয়ে দিয়েছ জনতাকে
নেতা কিংবা মন্ত্রী লাগেনা,
মানবতার ফেরিওলা হতে
মনুষ্যত্ব থাকতে হয় ফেরিওয়ালা হতে।
তোমাকে বিশ্বাস করে শতাংশ মানুষ
তুমি পেয়েছে শ্রেষ্ঠ সম্মান
থাকবে যতোদিন পদ্মা মেঘনা যমুনা
ততই দিন তুমি থাকবে বাংলায় মহান।