টোকিও অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৮ সদস্যের দলে জায়গা হয়নি নেইমারের।
দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন ৩৮ বছর বয়সি ডিফেন্ডার দানি আলভেস।
অলিম্পিক আসরে নেইমারের খেলার সুযোগ ছিল। তাকে দলে রাখতে পারতেন কোচ।
যদিও এ আসরে মূলত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে থাকে। তবে কোনো দল চাইলে ২৩ বছরের বেশি বয়স্ক তিনজন ফুটবলারকে দলে নিতে পারে। সে হিসাবে খেলতে পারতেন ২৯ বছর বয়সি ব্রাজিলের এ সেরা খেলোয়াড়। তবে কোচ তাকে বিবেচনায় রাখেননি।
২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়নি নেইমারের। ৩৮ বছর বয়সি দানি আলভেসকে অধিনায়ক করেছেন কোচ। ইনজুরির কারণে কোপা আমেরিকায় অনুপস্থিত এই ব্রাজিলিয়ান তারকা।
সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সি গোলরক্ষক সান্তোস ও ২৮ বছর বয়সি ডিফেন্ডার দিয়েগো কার্লোস।
২০১৬ সালে সবশেষ রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিল ব্রাজিল।
টোকিও অলিম্পিকে ডি গ্রুপে খেলবে লাতিন আমেরিকার দেশটি। ওই গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী শক্তিশালী জার্মানি। বাকি দুটি দল নিয়ে হয়তো ভাবনা কম। তারা হচ্ছেন— আইভরি কোস্ট ও সৌদি আরব।
আগামী ২২ জুলাইয়ে প্রথম ম্যাচেই জার্মানির মুখোমুখি হবেন সেলেকাওরা।
২৫ জুলাই আইভরি কোস্ট ও ২৮ জুলাই সৌদি আরবের সঙ্গে খেলবে ব্রাজিল।
১৮ সদস্যের ব্রাজিল একাদশ—