কাটছে আমার দিনরজনী,
শুধুই যথাতথা।
এভাবেই চলছি আমি, অযথায় একা।
দিন কেটে যায় ছুটেই আমার,
সন্ধে ফিরি নীড়ে।
বেলকনিতে বসে যখন,
পবন প্রশ্ন করে।
রাএি তখন গভীর ছিল,
চারিদিকে স্তব্ধ।
হঠাৎ করেই শুনতে পেলাম,
হুতুম পেঁচার শব্দ।
নিরব রাতে একলা আমি,
আকাশ পানে চেয়ে।
ভাবছি শুধুই একটি কথা,
বৃথা কী সব হবে?
জীবন আমার চলছে হেথায়,
হচ্ছে না কিছু মন্দ।
চিন্তা করে দেখি সেথায়,
চলছে কিছু দন্দ।
দিবা যখন উঠলো হেসে,
ওই পূর্বদিগন্তে।
আবার বুঝি সময় হলো,
ছুটতে পদাশ্রান্তে।
নিজো নিজো হস্ত ধরে, কইলাম তবো একাই।
চলতে হবে একাই তোমায়,
ভাবনা শুধু বৃথা।